বেগমগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩ তম প্রতিবার্ষিকী ‍

প্রকাশ | ০৩ মে ২০২৫, ২০:০৩

বেগমগঞ্জ (নোয়াখালী ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩ তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে  বর্ণাঢ্য র‌্যালী ,সমাবেশ ও  আলোচনা সভা হয়েছে।

শনিবার বিকেলে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীর পাবলিকহল চত্বরে সমাবেশ  ও আলোচনা সভা হয়।

এতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল হক আবেদ,চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারন সম্পাদক মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক আহসান উল্যাহ,চৌমুহনী পৌর শ্রমিক দলের আহবায়ক আনোয়ার হোসেন টিপুসহ বিএনপি-শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে  বর্ণাঢ্য র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী পুর্ব বাজারে গিয়ে শেষ হয়।