তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে: মুরাদ
প্রকাশ | ০৩ মে ২০২৫, ২০:২১

ঢাকা জেলা যুব দল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
শনিবার যাদব পুর ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। যাদবপুর স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপির ১৬ বাছরের আন্দোলন-সংগ্রাম শেখ হাসিনার পতনের ভীত তৈরি করেছিলো। ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনার পতন হয়। তিনি বলেন, হাসিনার পতন হলেও এখনও নির্বাচন হয়নি। ফলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনও শেষ হয়নি। সেই লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমাদের লড়াইটা চালু আছে এটা সবাইকে মাথায় রাখতে হবে।
মুরাদ বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা মুহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে যাচ্ছি। দেশে গণতন্ত্র উত্তরণের জন্য আমরা তাকে সমর্থন করি যেন দেশে একটি ভালো সুষ্ঠু নির্বাচন হয়। সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়।