দর্শনায় ৩কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ | ০৩ মে ২০২৫, ২০:২০

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ  পৃথক পৃথক   মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ রিনা বেগম(৩৮) ৩শ পিচ ইয়াবাসহ ইস্রাফিল (৪৫) ২৫পিচ ইয়াবাসহ আশরাফুল ইসলাম চঞ্চলকে(৩৮) গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। 

গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যাবসায়ী রেহেনা বেগম দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের আলম হোসেনের স্ত্রী, ইস্রাফিল হোসেন দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর হল্ট ষ্টেশন পাড়ার লিয়াকত আলীর ছেলে, আশরাফুল ইসলাম চঞ্চল দর্শনা কেরুজ মিল পাড়ার আতর আলীর ছেলে। গত শুক্রবার গভীর রাতে  দর্শনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় দর্শনা পৌরসভার বিভিন্ন গ্রামে।

এ সময় দর্শনা থানার এস আই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ গভীর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে মাদকসহ তাদেরকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।গতকালই তাদেরকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।