নাইক্ষ্যংছড়িতে  আন্তর্জাতিক  শ্রমিক দিবস পালিত

প্রকাশ | ০৩ মে ২০২৫, ২০:৩৭

নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক দলের উদ্যেগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ।

শনিবার (৩ মে) বিকাল ৩টার সময়  উপজেলার রেস্ট হাউজ থেকে র‍্যালিটি শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি সদরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা শ্রমিক দলের কয়েক হাজার সদস্য।

র‍্যালিতে লাল পতাকা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার ফেস্টুন সহ  বিভিন্ন স্লোগানে প্রান্তিক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মুখরিত হয়ে ওঠে নাইক্ষ্যংছড়ি সদরের পুরো এলাকা। 

পরে উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুষ্ঠু মজুরি কাঠামোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খান মামুন এবং সঞ্চালনা করেন, বাইশারী ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি জসিম উদ্দিন ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ মেম্বার। 

এতে বক্তব্য দেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি,  সাধারণ সম্পাদক  ভাইসচেয়ারম্যা কামাল উদ্দিন,  নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি উফাচা মার্মা,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদ  নুরুল কাসেম,বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও বিএনপির  নেতা সাইফুদ্দিন বাহাদুর,উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ফয়েজ আহমেদ মেম্বার প্রমুখ।

র‍্যালিতে অংশগ্রহণ করে  নাইক্ষ্যংছড়ি উপজেলার শ্রমিক দল  ও ইউনিয়ন  শ্রমিক দলের কয়েক হাজার নেতাকর্মীরা।

অধ্যাপক তোফাইল আহমদ বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।পাশাপাশি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে তারা শ্রমিক কল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান  শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অবদান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রমিক বান্ধব ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ করেন এবং সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

র‍্যালি ও সমাবেশ শেষে  জাতীয়তা বাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্টা বাষীকী উপলক্ষে কেক কেটে  প্রতিষ্টা বাষীকী পালন করা হয়।