মাওলানা রইসের খুনিদের গ্রেপ্তার দাবিতে উত্তাল চট্টগ্রাম

প্রকাশ | ০৩ মে ২০২৫, ২১:৩২

চট্টগ্রাম ব্যুরো
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। এদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো প্রতিদিনই প্রতিবাদ সমাবেশ-বিক্ষোভ মিছিল হচ্ছে চট্টগ্রামেও। উত্তাল হয়ে উঠছে বন্দর নগরী চট্টগ্রাম। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচীর ঘোষণা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত। 

শনিবার (৩ মে) চট্টগ্রামের লালদীঘি চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। একই দাবিতে ৪ মে ‘মার্চ টু গাজীপুর’ ও ৫ এপ্রিল দেশব্যাপী ২ ঘণ্টার অবরোধ কর্মসূচী সফল করার জন্য সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা কাজী মো. মঈনউদ্দিন আশরাফী, মাওলানা সৈয়দ মো. মছিহুদ্দৌলা, অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুফতি  আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আশরাফুজ্জামান আলকাদেরী,  অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যাপক জালাল উদ্দীন আজহারী, এস এম আবদুল করিম তারেক, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, এম এ সবুর প্রমুখ। 

সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফী বলেন, ‘বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ফারুকী হত্যার এত বছর পার হলেও বিচারের কোনো অগ্রগতি হয়নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে।’

এটি পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আশরাফী বলেন, ‘দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচারবহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নাই। অথচ, পুলিশ প্রশাসন রইস হত্যার মামলা পর্যন্ত নেয়নি। পুলিশ কার ইন্ধনে এমন বৈষম্যমূলক আচরণ করছে আমরা জানি না। রইসের খুনিদের গ্রেপ্তারে গড়িমসি করলে পরবর্তীতে যেকোনো পরিস্থিতিতে পুলিশ প্রশাসন দায়ী থাকবে।’

‘খুনিরা গ্রেপ্তার না হলে রবিবার ‘মার্চ টু গাজীপুর’ এবং সোমবার সর্বাত্মক সারাদেশে সড়ক অবরোধ; এরপর আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশে ঘোষণা দেন তিনি।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কো-চেয়ারম্যান অধ্যক্ষ মুফতি মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরি বলেন, ‘সুন্নি জনতার প্রতি এত বৈষম্য কেন? মাওলানা রইস উদ্দীনকে মিথ্যা অপবাদে হত্যার পর এখনো কেন খুনিদের গ্রেপ্তার করা হলো না। ৫ আগস্টের মত পরিস্থিতি আর সৃষ্টি না করতে চায়লে রইস হত্যার বিচার করুন।’

তিনি বলেন, ‘সারাদেশে অবরোধ চলবে। আগামী ৫ মে পুরো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামসহ ছাত্রসেনার পক্ষ থেকে অবরোধ চলবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। গত ১২ রবিউল আওয়াল জশনে জুলুশের ময়দান থেকে আমরা ডাক দিয়েছিলাম সুন্নিদের মধ্যে আর কোনো বিবেদ দেখতে চাই না। সবাই আমরা একত্রিত হয়ে সুন্নিয়তের ময়দান থেকে রাজপথকে কাঁপাতে হবে।’

অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, আমাদের একটাই দাবি রইস উদ্দিনের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও যথাযথ বিচার। একটি খুনের বিচারের দাবিতে আজ সারা দেশ উত্তাল কিন্তু সরকার কিংবা পুলিশ নির্বিকার হয়ে তাকিয়ে আছে। একজন মসজিদের খতিবকে নৃশংসভাবে হত্যা করা হলো, হত্যাকারীদের গ্রেপ্তার না করে উল্টো তার বিরূদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ১৮ কোটি মানুষের রক্তে আগুন লেগেছে। একমাত্র মাওলানা রইস হত্যার বিচারের মধ্য দিয়ে এ আগুণ নিভবে। তিনি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সুন্নী ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল লালদীঘি ময়দান থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।