শাল্লায় স্থায়ী বাঁধের কাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব

প্রকাশ | ০৪ মে ২০২৫, ১০:৩৬

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শনিবার (৩ মে) ছায়ার হাওরের স্থায়ী বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।

তিনি কাজ বাস্তবায়নকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তারদের প্রতি দ্রুত সময়ের ভিতরে কাজ সমাপ্ত করার জন্য বলেন। এছাড়াও কাজের গুণগত মান সঠিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

এলাকাবাসীর দাবি এরকম কাজ হাওর অঞ্চলে আরও প্রয়োজন এবং নদী খনন কাজ হলে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে সেই সাথে নদী পথের যোগাযোগ বৃদ্ধি পাবে। 

পরিদর্শনকালে  আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কাইছার আলম (সিলেট পৌর সার্কেল), মোঃ ইমদাদুল হক নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বিভাগ ২ বাপাউবো সুনামগঞ্জ,  পিয়াস চন্দ্র দাশ নির্বাহী অফিসার শাল্লা, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহজাহান, দিরাই পানি উন্নয়ন উপ-বিভাগ, বাপাউবো, দিরাই,  উপ সহকারী প্রকৌশলী রিপন আলী শাল্লা সুনামগঞ্জ।

যাযাদি/ এসএম