মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ | ০৪ মে ২০২৫, ১১:১৭

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
এহসানুল করিম (১৭)

কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা রেহেনা আক্তার (৩৮) আহত হন। শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।

নিহত এহসানুল করিম একই ইউনিয়নের মাঝির পাড়ার মৃত জাকের উল্লাহর ছেলে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, এহসান ও তাঁর মা রেহেনা আক্তার রাজাখালী নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশা করে মাঝির পাড়া বাড়িতে যাচ্ছিল। এসময় টেকঘোনা পাড়ার বেড়িবাঁধের ওপর আমির হোসেনের বাড়ি সংলগ্ন পৌঁছলে টেকঘোনা পাড়ার মুহাম্মদ জুনাইদ গাড়ির গতিরোধ করে। এসময় টাকা চুরির বিষয় নিয়ে এহসান ও জুনাইদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জুনাইদ ছোরা দিয়ে এহসানকে বুকে আঘাত করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তাঁর মা রেহেনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করে।

জানা গেছে, জুনাইদ ও এহসান দুজনেই একে অপরের বন্ধু। কয়েকদিন আগে এহসানের বাড়িতে টাকা চুরি হয়। জুনাইদের সন্দেহ হয় টাকাগুলি এহসান চুরি করেছে। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। এর জের ধরে এহসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

অপর একটি সূত্র জানায়, নিহত এহসান ও খুনি জুনাইদ একে অপরের বন্ধু। তারা দুইজনই এক নারীর প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে জুনাইদ তার বন্ধু এহসানকে আঘাত করে ভয় লাগানোর চেষ্টা করে। সেই ঘটনাটি ঘটাতে গিয়ে বন্ধু এহসানকে ছুরিকাঘাতে হত্যা করে জুনাইদ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পুলিশ এখন ঘটনাস্থলে আছে।

যাযাদি/ এসএম