আনোয়ারায় পাহাড় ধস

 নিহত শিশুদের বাড়িতে সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম

প্রকাশ | ০৪ মে ২০২৫, ১১:৫৮

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডের পাহাড় ধসে  দুই শিশু নিহত ও আহতদের সমবেদনা জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১৩ আসনের সাবেক এমপি  সরওয়ার  জামাল  নিজাম। 

 

শনিবার বিকেলে তিনি আনোয়ারা উপজেলার  বৈরাগস্থ নিহত ও আহতদের বাড়িতে যান।   এই সময় তিনি নিহত  শিশুদের কবর জিয়ারত  করেন। তিনি নিহত  শোকসন্তপ্ত  পরিবারদেরকে  আর্থিক সহায়তা  প্রদান করেন ও সান্তনা দেন।

 

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায় বৈরাগ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  আপনাদের সুখে দুঃখে কাজ করতে চাই। অতীতে  এমপি থাকাকালীন কোন অন্যায় কাজ  কাউকে করতে দেইনি। ভবিষ্যতেও কোন অন্যায় কাজে সহযোগিতা করা হবে না।  আমার দরজা এলাকাবাসীর জন্য সব সময়  খোলা থাকবে’।

 

পরে তিনি যুবদল নেতা মনজুর আলম মঞ্জুর  কবরও  জিয়ারত করেন। এ সময় তার  সাথে  ছিলেন  আনোয়ারা  উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।