নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে পাথরের মুর্তি উদ্ধার
প্রকাশ | ০৪ মে ২০২৫, ১২:৫২

নওগাঁর ধামইরহাটে ১৪ বিজিবি একটি পাথরের মুর্তি উদ্ধার করেছে। ৩ মে শনিবার পত্মীতলা বাটলিয়ন (১৪ বিজিবি) অধীনে আগ্রাদ্বিগুন বিওপির এলাকার সীমান্ত পিলার ২৫৭/৩ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশর অভ্যন্তরে নলপুকুর নামক স্থানে পুকুরের মাছ ধরার সময় ১টি পুরাতন ভাঙ্গা কষ্টিপাথরের মুর্তি দেখতে পায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন বিজিবি কে সংবাদ দিলে সুবেদার তৌফিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্য একটি বিশেষ টহল দল উক্ত স্থানে গিয়ে স্থানীয় জনগনের সহায়তায় মুর্তিটি পুকুর থেকে উদ্ধার করেন।
পরবতীতে নজিপুর জুয়েলার সমিতি কর্তৃক পরীক্ষা করে দেখা যায় যে মুর্তিটি কস্টি পাথর নয়। উদ্ধারকৃত মুর্তিটির ওজন ১৬৬০ কেজি এবং সিজার মূল্য ৮৩,০০০ টাকা।