আখাউড়ায় দুই দিনব্যাপী লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার
প্রকাশ | ০৪ মে ২০২৫, ১৪:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও ২ দিনব্যাপী প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আয়োজনে রোববার সকালে উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্টিত হয়। সেমিনারে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার জিএম রাশেদুল ইসলাম। সেমিনারে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার তানভির আহমেদ ও পার্থ পাল। বিসিএসআইআর এর প্রতিনিধিরা প্রজেক্টরের মাধ্যমে পর্দায় বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণ ও বাঁশ দীর্ঘস্থায়ী করণ সম্পর্কে প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জমশেদ শাহ্, উপজেলা বিএনপির ভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ সৈয়দ আলী আজমল, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন প্রমুখ। সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, মেলায় দেশীয় উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শনের আহবান জানান। নতুন প্রজন্ম উৎসাহিত হবে। সমাজ উপকৃত হবে। প্রযুক্তিগুলো মানুষের দূরগুরায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন বক্তারা।
এর আগে অতিথিবৃন্দ উপজেলা মডেল মসজিদের নিচতলার হল রুমে ২ দিন ব্যাপী স্থানীয় লাগসই প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে সরকারি ও বেসরকারি ১২ টি স্টল রয়েছে।
যাযাদি/ এসএম