মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২ 

প্রকাশ | ০৪ মে ২০২৫, ১৫:৩৯

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাইনিজ কুড়াল সহ দুই ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (৪ মে) রাত সাড়ে ১২ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালমাধবপুর উপজেলার শিবজয় নগর গ্রামের চান্দু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৩) ও হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে শিমুল মিয়া (১৯)কে গ্রেফতার করেন।

থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় ডাকাতি ও হত্যাচেষ্টা মামলা মামলা আছে।

যাযাদি/ এসএম