নেত্রকোণা-৫ আসনে ৫ জন বিএনপির মনোনয়ন প্রত্যার্শী 

প্রকাশ | ০৪ মে ২০২৫, ১৬:১৭

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
ছবি: যায়যায়দিন

জাতীয় সংসদের ১৬১, নেত্রকোণা-৫, পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনা না হলেও রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যার্শী প্রার্থীরা বসে নেই। চলতি বছরের ডিসেম্বর নাগাদ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে এ আসনে সাবেক এমপির ছেলেসহ বিএনপির ৫ জন প্রার্থী ভোটের মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রার্থীরা ঘন ঘন যোগদান করছেন। 

রমজান মাসজুড়ে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী প্রার্থীরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পৃথকভাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া, ইফতার মাহফিল, ঈদ উপহার বিতরন, ঈদ পূর্ণমিলনী, বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন তাদের একক প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষনা করেছেন। উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্তপল্লীতে কবে হবে জাতীয় সংসদ নির্বাচন এনিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে এ আসনে কে পাবেন ধানের শীষের মনোনয়ন এনিয়ে চলছে জোর আলোচনা। বিএনপির মনোনয়ন প্রত্যার্শী প্রার্থীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এলাকায় কাজ করে যাচ্ছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যার্শী প্রার্থীরা হলেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট আলহাজ¦ আবু তাহের তালুকদার, জেলা বিএনপির সদস্য এ.এস.এম শহীদুল্লাহ ইমরান, বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মুহাম্মদ আলীর পুত্র ইঞ্জিনিয়ার মাহাবুব আলম রানা, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ বাবুল আলম তালুকদার, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান। 

এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর একক প্রার্থী হলেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুম মোস্তফা। বাংলাদেশ খেলাফত আন্দোলনের একক প্রার্থী হিসেবে এলাকায় সক্রিয় রয়েছেন মাওলানা হাবিবুল্লাহ খান। 

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির তিনবারের সাবেক সাধারন সম্পাদক বিএনপির নমিনী অ্যাডভোকেট আলহাজ্¦ আবু তাহের তালুকদার নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। 

পূর্বধলার ১১টি ইউনিয়নে তার ব্যাপক পরিচিতি ও সুনাম  রয়েছে। তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় নিয়মিত গনসংযোগ অব্যাহত রেখেছেন। বিগত দেড়দশক আওয়ামীলীগ বিরোধী প্রতিটি আন্দোলন কর্মসূচীতে তিনি সক্রিয়ভাবে ভুমিকা পালন করেছেন্।

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী জেলা বিএনপির সদস্য এ.এস.এম শহীদুল্লাহ ইমরান ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সদস্য। পরবর্তীতে ১৯৯৮ থেকে ২০০০ পর্যন্ত সাধারন সম্পাদক, ২০০০ থেকে ২০০২ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদল শাখার সহ-প্রচার সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য, ২০০১ সালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ২০০২ থেকে ২০০৪ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য, ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক, ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত দেড় দশকে এ.এস.এম শহীদুল্লাহ ইমরান নেত্রকোনা ও রাজধানী ঢাকায় ১১টি মিথ্যা মামলায় রাজনৈতিক কারনে হয়রানির শিকার হয়েছেন। তিনি নির্বাচনী এলাকা পূর্বধলার  ১১টি ইউনিয়নে নিয়মিত গনসংযোগ শুরু করছেন। 

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী হিসেবে মাঠ পর্যায়ে আলোচনায় রয়েছেন তিনবারের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জনপ্রিয় বিএনপি নেতা মরহুম ডা. মুহাম্মদ আলী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলীর সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার মাহাবুব আলম রানা। এলাকায় মরহুম পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার প্রত্যয় তুলে ধরে তিনি নিয়মিত গনসংযোগ শুরু করছেন। এলাকায় ব্যাক্তিগত পরিছন্ন ইমেজ ও পারিবারিক ভোট ব্যাংকের হিসেবে ইঞ্জিনিয়ার মাহাবুব আলম রানা একজন বেশ শক্তিশালী হেভিওয়েট প্রার্থী। পিতার রাজনৈতিক অনুসারীসহ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ্ইঞ্জিনিয়ার মাহাবুব আলম রানা ভোটের মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী প্রার্থী হিসেবে সাবেক এমপিপুত্র ্ইঞ্জিনিয়ার মাহাবুব আলম রানাকে নিয়ে বিএনপির তৃনমুলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী এলাকার ১১টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সাবেক এমপি পুত্র মাহাবুব আলম রানার পারিবারিকভাবে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। ইঞ্জিনিয়ার মাহাবুব আলম রানার চাচা মো. সাইদুর রহমান পূর্বদলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহবায়ক। ইতিমধ্যে তিনিও ভাতিজার পক্ষ হয়ে নির্বাচনের মাঠ গুছিয়ে দেয়ার কাজ শুরু করেছেন।

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী বার বার কারানির্যাতিত উপজেলা বিএনপির আহবায়ক আলহ্জ¦ বাবুল আলম তালুকদার । তিনি ছাত্র সংসদের সাবেক ভিপি । ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে গত দেড় দশক পূর্বধলা উপজেলা বিএনপির নির্যাতিত নেতাদের মধ্যে তিনি অন্যতম। পূর্বধলায় আপোষহীন রাজনীতির কারনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী একাধিকবার বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদারের ওপর হামলাসহ তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবন ভাংচুর করেছে। তিনি পূর্বধলায় দলের দুঃসময়ে নেতৃর্ত্বের হাল ধরে ১১ািট ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশে দাড়িয়েছেন। 

রাজপথে আন্দোলন কর্মসূচী চলাকালে নেতৃর্ত্বের অগ্রভাবে থাকায় বাবুল আলম তালুকদারকে একাধিবার গ্রেপ্তার করে জেলা কারাগারে প্রেরণ করা হয়। পুলিশের তাড়া খেয়ে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে তিনি পিকেটিংয়ের নেতৃত্ব দিয়েছেন। পূর্বধলা থেকে শুরু করে প্রতিটি বিভাগীয় কর্মসূচীতে বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করেই উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদারের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ গ্রহণ করেছেন। গত ২৭ ফেব্রæয়ারী বিএনপির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় বিএনপির তৃনমূলের নেতাদের মধ্যে পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার বক্তব্য দেয়ার সুযোগ পেয়েছেন। তিনি বক্তৃতায় বিগত সময়ের আন্দোলনে এলাকার নেতাকর্মীদের ত্যাগ ও হয়রানির বিষয়গুলো তুলে ধরে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন। পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ বাবুল আলম তালুকদার ঘন ঘন মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। 

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান এলাকায় বেশ পরিছন্ন ইমেজের অধিকারী। তিনি রমজান মাসজুড়ে এলাকায় অবস্থান করে ইফতার মাহফিল, ঈদ উপহার বিতরন, ঈদ পূর্ণমিলনীর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এলাকায় লিফলেট বিতরন করেছেন।