ঝিনাইগাতীতে যানজট দিন দিন বৃদ্ধি পাচ্ছে
প্রকাশ | ০৪ মে ২০২৫, ১৮:১১

রাজধানী জেলা, পৌরসভা ও ব্যস্ততম শহর নয় শেরপুর জেলার সিমান্তর্বতী ছোট্র একটি ঝিনাইগাতী উপজেলা । এই উপজেলার একমাত্র প্রবেশ ও বাহির হওয়ার পথ একটি মাএ হাইওয়ে রাস্তা । এই রাস্তায় যানজট দিনদিন বৃদ্ধি পাচ্ছে ।
আজ রবিবার বিকাল ৩টায় দীর্ঘক্ষণ যানজটের লাইন লম্বা হওয়ায় পথচারীদের সমস্যা সৃষ্টি হয় , ফলে সড়ক দূর্ঘটনা সহ যাত্রীরা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়ে থাকে প্রতিনিয়ত । ঝিনাইগাতী থানা মোড় ও ধানহাটি মোড় সর্বক্ষণ যানজটের সৃষ্টি হয়ে থাকে ।
এ রকম মফস্বল শহরে যানজটের কারণ সমন্ধে জানতে চাইলে সচেতন নাগরিকরা জানায়, অপরিকল্পিত ভাবে রাস্তার উপর দোকানের সামনে বারান্দা করা, অটো, সিএনজি,বাস, ট্রাক,ট্রলী, রিকশা ও বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখা এবং কোন ট্রিিফকের ব্যবস্থা না থাকার ফলে যানজটের সৃষ্টি হয়ে থাকে ।
ঢাকা গামী বাসের টিকিট কাউন্টারের বাস রাস্তার উপর রেখে যাত্রীদের ট্যানা-হ্যাচরা করে পথচারীদের ব্যাপক ভাবে চলা ফেরার বিঘœ ঘটে থাকে বলে অভিজ্ঞ মহল মনে করে থাকেন ।
ন্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন করলেও তা কার্যকর হয়নি । এখন থেকে যানজট নিরসনে কঠোর প্রদক্ষেপ গ্রহণ না করলে ব্যবসায়ী সহ জনসাধারণের চলা ফেরার ব্যাপক অসুবিধা হবে এবং ভবিষ্যতে যানজট শহরে পরিণত হবে।