গোবিন্দগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়
প্রকাশ | ০৪ মে ২০২৫, ১৮:১৩

গোবিন্দগঞ্জ উপজেলার ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের হিন্দুপাড়ায় ইউনিয়ন জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে। এ সমাবেশের শেষে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিয়ে জামায়াতে ইসলামী অমুসলিম শাখার ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
দরবস্ত ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রউফ বি.এস.সি’র সভাপতিত্বে ও সহ-সেক্রেটারি জিএম লিচু মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেন সরকার, সহ-সেক্রেটারি মশিউর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল হান্নান, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি শাইনুর ইসলাম, কোমরপুর জামে মসজিদের ঈমাম হাফেজ আবু ঈমাম, ওলামা পরিষদের সহ-সভাপতি ইউনুস আলী মানিক, ডা. এ.টি.এম আজহারুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের লোকজন পরস্পর ভাই-ভাই, ভাই-বোন হিসেবে শান্তিতে বসবাস করবেন। সভায় উপস্থিত ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুুরুষের মধ্যে অনেকেই তাদের মতামত তুলে ধরেন।
শেষে উত্তম কুমারকে সভাপতি, সবুজ চন্দ্রকে সেক্রেটারি এবং বিনয় চন্দ্র মনোরঞ্জন বি.এস-সি, মনোরঞ্জন মন্ডল, শচী নন্দন, বিমলেন্দু, বিপ্লব, যদু, মানবেন্দ্র নাথ মিঠু, সুব্রত বর্মণ, সবুজ বর্মণ, অপূর্ব রায়, পল্লব রায়, সুধা সুদন কুমার, নিত্য রায়সহ অন্যান্যদের সদস্য করে দরবস্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের জামায়াতে ইসলামী অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়।