কালুখালীতে নাশকতা মামলায় ডা. গোলাম নবী গ্রেফতার

প্রকাশ | ০৪ মে ২০২৫, ১৮:২৭

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রাজবাড়ীর কালুখালীতে সরকারী বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা মামলায় ডা. গোলাম নবী (৩৫) কে গ্রেফতার করে রাজবাড়ী কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

 

সে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের মৃত মাজেদ মোল্লার পুত্র।

 

কালুখালী থানা সূত্রে জানাযায়, ১০/০২/২০২৫ ইং তারিখে দায়ের হওয়া ৩নং মামলায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫/১ ও ১৫/৩ ধারায় গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার পপুলার ডায়গনস্টিক সেন্টার থেকে রবিবার ৪ মে দুপুরে দিকে কালুখালী থানার এসআই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে কালুখালী থানায় নিয়ে আসেন। পরে তাকে রাজবাড়ী কোর্টে প্রেরণ করা হয়।