রাজবাড়ীর কালুখালী রেল স্টেশন প্ল্যাটফর্ম

বকুলের সুগন্ধে ও কৃষ্ণচূড়ার লাল রঙে সাজিয়েছে চমৎকার   

প্রকাশ | ০৪ মে ২০২৫, ১৮:৩৩

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রাজবাড়ী জেলাধীন কালুখালিতে উপজেলার ঐতিহ্যবাহী কালুখালী রেলওয়ে জংশন প্ল্যাটফর্ম চত্বরে বকুলের সুগন্ধে ও কৃষ্ণচূড়ার বাহারি লাল রঙে অপরূপ দৃশ্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আগত উঠতি বয়সের কিশোর কিশোরী কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে বয়োবৃদ্ধরা এ অপরূপ সৌন্দর্য দেখতে এসে ক্যামেরাবন্দী হয়ে মনের আনন্দে ছবি তুলছেন।

 

 প্রকৃতির মাঝে  শোভাবর্ধন হিসেবে এ প্লাটফর্মের সবুজ গম্বুজের মতো একটি বকুল গাছ এবং ছাতা আকৃতির মত লাল রঙে ফুল ফুটিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া, গাছ দুটি রোপন করেছেন কালুখালী সরকারি কলেজের সহকারি অধ্যাপক বজলুর রশিদ। 

 


গত রবিবার ৪ মে বিকেলে এ ব্যাপারে কথা হলে অধ্যাপক বজলুর রশিদ বলেন,  ‘আমি একদিন থাকব না, তবে এই গাছ থেকে যাবে। তখন মানুষ আমাকে মনে করবে।  গাছগুলোর মাধ্যমে আমি বেঁচে থাকবো। গাছের শীতল ছায়াতলে বসে মানুষ প্রাণ জুড়াবে।  


অধ্যাপক বজলুর রশিদ এর একান্ত প্রিয় ছাত্র কালুখালী  প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, ‘স্যার একজন প্রকৃতিপ্রেমিক মানুষ। গাছটি শুধু রোপন করেছেন নয় পরবর্তীতে গাছের পরিচর্যা করে বড় করেছেন।  তার এমন মহতী উদ্যোগ মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে’। 


দেশের প্রতিটি জায়গায় প্রকৃতি প্রেমিক মানুষেরা  গাছের চারা রোপনের মাধ্যমে চিরদিন বেঁচে থাকুক সেই কামনা আমাদের।