মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
প্রকাশ | ০৪ মে ২০২৫, ১৯:৪৪

মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়ছে।
আখাউড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও সকল দরবার শরীফের উদ্যোগে রোববার বিকালে রেলওয়ে ষ্টেশন মসজিদের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। কর্মসূচিতে শতাধিক সুন্নাত জামাতের সদস্যসহ মাদ্রাসার ছাত্র, দরবার শরীফের প্রতিনিধিরা অংশ নেয়।
মাওঃ মানছুর হাল্লাজ শাহীনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মাওলানা গোলাম সামদানি, মাওঃ শেখ বোরহান রেজা, সৈয়দ সাহিদুজ্জামান বাবু, রেলওয়ে স্টেশন মসজিদের খতীব মুফতি রেদওয়ান রেজা, বিএনপি নেতা আবুল ফারুক বকুল, মাওঃ গোলাম হাক্কানী, মোঃ শাহাবুদ্দিন আহমেদ, নূরে আলম প্রমুখ।
বক্তারা বলেন, মাওলানা রইস উদ্দিনকে নিমর্মভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হয়নি। পানি খেতে চেয়েও পাননি। বক্তারা রইস উদ্দিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।