বগি লাইনচ্যুত: সোয়া তিনঘণ্টা পর বিলম্বে বিরতিহীন বনলতা

প্রকাশ | ০৫ মে ২০২৫, ১০:২৯

রাজশাহী অফিস
ছবি: যায়যায়দিন

বগি লাইনচ্যুতের কারণে সোয়া তিনঘন্টা পর ছেড়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন। সকল ৭টায় ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

সোমবার সকাল ৬টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করে। সাতটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশলে পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মে ঢুকার সময় হঠাৎ করেই বিকট শব্দ হয়। পরে দেখা যায় বগির চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়েছে বগিটি। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

তিনি বলেন, রেল কর্মীরা জ্যাক ব্যবহার করে বগিটি উদ্ধার করে। এর পর ট্রেনটি ১০টায় প্লাটফর্মে নেওয়া হয়। আর বেলা সোয়া ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

যাযাদি/ এসএম