গাজীপুর জেলা যুবদল সদস্য মিলনের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশ | ০৫ মে ২০২৫, ১০:৩৬

গাজীপুর সদর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুর জেলা যুবদলের সদস্য এবং শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক প্রয়াত আবুল হোসেন মিলনের আত্মার মাগফেরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার হোতাপাড়ায় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ কৃষি বিষয়ক সম্পাদক শরীফ মোহাম্মদ সিদ্দিকী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও গাজীপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আল আমিন হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ মোল্লা, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহবায়ক শরীফুল ইসলাম শরীফ।

 অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  জেলা যুবদলের সদস্য এডভোকেট আবু বকর সিদ্দিক, জেলা যুবদলের সদস্য এবং ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, শ্রীপুর পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, পিরুজালি ইউনিয়ন যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরীফুল বাশার সজল, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদ সরকার সহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ বলেন, গাজীপুর জেলা যুবদল একটা পরিবার। আমরা আবুল হোসেন মিলনকে হারিয়েছি মানে আমাদের পরিবারের একজন সদস্যকে হারিয়েছি। শুধু তাই নয় রাজপথের একজন সহ যোদ্ধাকে হারিয়েছি। গাজীপুর জেলা ও উপজেলা যুবদলের সকলেই মিলে মরহুম আবুল হোসেন মিলনের পরিবারের পাশে থাকবো ইন শা আল্লাহ।

যাযাদি/ এসএম