কালিয়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৩

প্রকাশ | ০৫ মে ২০২৫, ১১:২৫ | আপডেট: ০৫ মে ২০২৫, ১২:৫৯

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নড়াইল জেলার কালিয়ার কলাবাড়িয়া গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৫ মে) ভোর রাতে উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
 
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কালিয়া সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নড়াগাতী  থানা পুলিশের সমন্বয়ে একটি  দল আজ সোমবার রাত আড়াইটা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। 

এ সময় অভিযান চালিয়ে জাহিদুল শেখ (৫০), জুলফিকার শেখ(৪৫), শাহাবুদ্দিন শেখ (৪০) কে আটক ও বাড়িতে তল্লাশি চালিয়ে ০১টি পিস্তল, ০২ রাউন্ড গুলি, ১০টি রামদা, ০২টি সেনিদা, ০৩টি চায়নিজ কুড়াল, ০৭টি চা পাতি, ০৫টি টেটা, ০১টি বল্লম উদ্ধার করেন।

এ বিষয়ে কালিয়া সেনাবাহিনী ক্যাম্প কর্মকর্তা বলেন, গোয়েন্দা সূত্রে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল যে কলাবাড়িয়া এলাকায় কয়েকটি স্থানীয় গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়ছে। অস্ত্রের মহড়া, হুমকি ও সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতির প্রেক্ষিতে ৫ মে ভোররাতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে আটককৃত ৩ জন ও দেশীয় অস্ত্রসহ নড়াগাতী থানায় সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সক্রিয় আছে। কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

যাযাদি/ এসএম