ভারতীয় রুপিসহ বাংলাদেশি নাগরিক আটক

প্রকাশ | ০৫ মে ২০২৫, ১১:৪১

সুনামগঞ্জ প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অভিযানে ভারতীয় রুপিসহ মো: রফিক মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রফিক মিয়া তাহিরপুর উপজেলার বড়ছড় গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। 

সোমবার (৫ মে) সকালে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে ৩৪ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, আজ সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে বিরেন্দ্রনগর বিওপির একটি টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় তারা সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংগাছড়া নামক স্থানে ৩৪ হাজার ভারতীয় রুপিসহ মো: রফিক মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে। আটককৃত রফিক মিয়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ওই রুপি নিয়ে বাংলাদেশে ফিরছিলেন।

সুনামগঞ্জ ব্যাটালিয় ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত আসামিকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও, সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। 

যাযাদি/ এসএম