বগুড়ায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার কর্মবিরতী
প্রকাশ | ০৫ মে ২০২৫, ১২:০৯

কেন্দ্র কর্মসূচীর অংশ হিসেবে ২ ঘন্টাব্যপি কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বগুড়া জেলা শাখা।
আজ সকাল সারে ৯টায় বগুড়া চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে তারা এই অবস্থান কর্মসূচী পালন করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জজ আদালতে সেরেস্তাদার ও রাজশাহী বিভাগীয় কর্মচারী এসাসিয়েসনের সাংগঠনিক সম্পাদক প্লাবন সরকার, সহকারী জেলা জজ আদালতে বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম, যুগ্ম ও জেলা দায়রা জজ (অর্থঋণ) আদালতের সেরেস্তাদার আশরাফুল ইসলাম, জেলা জজ আদালতের হিসাব রক্ষক লিয়াকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।
এসময় তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যামান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ থেকে ৬ গ্রেডের পরবর্তী ৭ থেকে ১২ গ্রেডভুক্ত করা এবং বিদ্যামান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা হোক।
এসময় বক্তারা বলেন তাদের এসব দাবি মেনে না নিলে কেন্দ্রের কর্মসূচী হিসেবে পরবর্তীতে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।