বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩
প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৩:০৪

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. দেলোয়ার হোসেনের বাড়িতে মো. জাবেদ মিয়া, মো. জাগরাম মিয়া, নান্টু মিয়া সহ ৬ থেকে ৭ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালালে দুই শিক্ষার্থী, এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে।
এসময় তাদের আক্রমণে দেলোয়ার হোসেনের ঘরের আলমিরা ভাঙচুরসহ অন্ততপক্ষে দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনাটি ঘটে গত ৩ মে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা সাকিনস্থ তার বসতঘরে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেনের বাড়ি ঘর ভাঙচুর, আলমিরা সোকেজ থেকে নগদ টাকা মো. জাবেদ মিয়া, মো. জাগরাম মিয়াসহ ৬ থেকে ৭ জন লোক ভাঙচুর করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দেলোয়ার হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩৫), তার পুত্র আকিব মিয়া (১৮) ও কন্যা তারিন আক্তার (১৬) আহত হয়েছেন। আহতদের মধ্যে নাছিমা বেগমকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি পক্ষ জাগরাম মিয়ার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছেন আইনানুগ ভাবে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।
যাযাদি/ এসএম