উন্মুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই কার্যক্রম
ঘাটাইলে বয়স্ক ও বিধবা ভাতা কার্ড বাছাই অনুষ্ঠিত
প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৩:৪৫ | আপডেট: ০৫ মে ২০২৫, ১৩:৫২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৌর সভায় ২০২৪/২৫অর্থ বছরে উপজেলা সমাজ সেবা কার্যালয় ঘাটাইল কর্তৃক বাস্তবায়িত বয়স্ক ও বিধবা ভাতা ভোগী নির্বাচনের জন্য উন্মুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৫মে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম চলে। পৌরসভা, উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম চলে।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ও পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, পরিসংখ্যান অফিসার মো. মনিরুজ্জামান খান, সমাজ সেবা কর্মকর্তা মো. হান্নান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার,ডা. মো. নাইম সরকার, সহকারী সমাজ সেবা কর্মকর্তা মো. ফজলুল হক প্রমুখ।
আবেদন জমার পরিপ্রেক্ষিতে বাছাইকৃত ১২৪ জন কে বয়স্ক ভাতা ও ৬০ জন কে বিধবা ভাতা প্রদান করা হবে।