পঞ্চগড়ে প্রবীণদের নিয়ে দুইদিনের প্রশিক্ষণ শুরু
প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৪:২২

পঞ্চগড়ে প্রবীণদের নিয়ে 'খোঁজখবর, যোগাযোগ ও নেতৃত্ব' শীর্ষক দুইদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রবীণদের আর্থ সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য 'প্রবীণ কল্যাণ কর্মসূচি'র আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল থেকে সদর উপজেলার পাঁচ ইউনিয়নের প্রবীণ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ধাক্কামারা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই প্রশিক্ষণ শুরু হয়েছে। পাঁচটি ইউনিয়নের ০৮ জন প্রবীণ নেত্রী ও ২২ জন প্রবীণ নেতা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম । প্রশিক্ষণটি পরিচালনা করছেন রিক কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মিলি বেগম ও ফেরদৌসী বেগম গীতালি ।
এ সময় উপস্থিত ছিলেন রিকে'র পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার আ. মালেক প্রামাণিক শামীম, পঞ্চগড় এরিয়া ম্যানেজার রেজাউল করিম, পঞ্চগড় শাখার ম্যানেজার জিয়াউল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
প্রশিক্ষণে প্রবীণ ব্যক্তিদের মধ্যে সক্রিয় এবং দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, স্থানীয় ও জাতীয় পর্যায়ের উন্নয়ন কর্মকান্ডে তাঁদের ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করা এবং প্রবীণ বিষয়ক বৃহত্তর ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণে সক্ষম করে তোলা নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে প্রবীণ জনগোষ্ঠীর সমস্যা সমূহ আলোচনার পাশাপাশি সম্ভাব্য সমাধানগুলিও অন্তর্ভুক্ত করা হয় । প্রবীণ পুরুষ ও প্রবীণ মহিলাদের মধ্যে সামাজিক সম্পর্ক, নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন, স্থানীয় কর্তৃপক্ষের সাথে কিভাবে যোগাযোগ করে তাঁদের নিজেদের কল্যাণে কাজ করবে সে বিষয়ে ধারণা প্রদান করা হয়।