সৈয়দপুরে খেলার মাঠে মেলা! বন্ধের দাবিতে মানববন্ধন
প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৫:২৬

নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী ফাইভ ষ্টার মাঠে মেলা বন্ধের দাবিতে রেলওয়ে অফিসার্স কলোনি জামে মসজিদের মোক্তাদি, বিভিন্ন ক্লাবের খেলোয়াড়, ছাত্রসংগঠন, সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দারা রোববার (৪ এপ্রিল) বিকেলে শহরের অফিসার কলোনির ফাইভ ষ্টার মাঠ সংলগ্ন উপজেলা ও বিমানবন্দর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সৈয়দপুর অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কৃষকদল রাজনৈতিক জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী জেলার ক্রীড়া বিষয়ক সম্পাদক, ক্রিকেটার নওশাদ আনছারি, ছাত্র সমন্বয়ক তাওহীদ মোক্তার, বীর-মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মসজিদের মোক্তাদি আমিনুল ইসলাম আমিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।
বক্তারা তাদের ব্কব্যে বলেন, ফাইভ ষ্টার মাঠটিতে খেলাধুলার পাশাপাশি এখানে প্রায় সময় জানাযা নামাজ আদায় করা হয়। এই মাঠে প্রতিদিনই ক্রিকেট ও ফুটবল খেলা প্রাকটিস করা হয়। সৈয়দপুর সহ নীলফামারী জেলার একাধিক যুবক এই মাঠে প্রাকটিস করে আজ তারা ঢাকায় জাতীয় দলে খেলে সৈয়দপুরসহ দেশের মুখ উজ্জ্বল করেছে। কিছু নিজ স্বার্থ হাসিল করা সুযোগ সন্ধানী ব্যক্তিরা তাদের পকেট ভারি করতেই খেলাধুলার ব্যাঘাত ঘটাতে খেলার মাঠে মেলার আয়োজন করছে।
যদি দ্রুত এই মাঠের মেলার আয়োজন বন্ধ করা না হয় এবং কার্যকর ব্যবস্থা নেয়া না হয় ? তা’হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রæত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং মাঠটিকে শুধুমাত্র খেলাধুলার জন্য সংরক্ষিত রাখবেন। অন্যথায়, ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।