কাজিপুরে বোরো ধান চাউল ক্রয়ের উদ্বোধন
প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৫:৪৬

সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। কাজিপুর খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ মে) স্থানীয় মেঘাই খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল আলম, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আলম, একাউন্টস অফিসার মোঃ মনোয়ারুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা অলিউর রহমান, বি এ ডি সি মাঠ পরিদর্শক আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চলতি বোরো মৌসুমে কাজিপুরে ৩৬ টাকা কেজি দরে ৫৮৭ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১২১১ মেট্রিক টন চাউল সংগ্রহ করা হবে বলে খাদ্য বৃষ্টি করেছে।