তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৬:৫০

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলার মামলার এজাহারনামীয় আসামী মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার (৫৩)কে আটক করেছে পুলিশ। 

রবিবার রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের নিজ বাসভবন থেকে তাকে আটক করে তিতাস থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় ৯টি মামলা রয়েছে। যার মধ্যে ৩টি মামলায় সে পরোয়ানাভূক্ত আসামী। সোমবার দুপুরে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফারুক মিয়া সরকার উপজেলার শাহপুর গ্রামের মরহুম আনু মিয়া সরকারের ছেলে। সে মজিদপুর ইউনিয়ন পরিষদের ২০০৪ থেকে ২০১১ সাল এবং ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ফারুক মিয়া সরকার বিএনপি দিয়ে রাজনীতি শুরু করলেও ২০১৬ সালে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সে ইউপি নির্বাচনে জয় লাভ করে। গত বছর জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হামলার ঘটনায় সে এজাহারনামীয় ২৮নং আসামী। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ঘটনায় মামলায় অন্তর্ভূক্ত হলেও বিগত কয়েক মাস যাবৎ সে প্রকাশ্যে চলাফেরা করে আসছিল এবং নিজেকে বিএনপির নেতা হিসাবে পুনরায় আত্মপ্রকাশের চেষ্টা চালিয়ে যাচিছলেন।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্যাহ জানান, জুলাই আন্দোনের হামলার ঘটনার মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো ৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় সে পরোয়ানাভূক্ত আসামী। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।