শিবচরে মামলা নিষ্পত্তির দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৬:৫২

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া ষড়যন্ত্র ও একাধিক মিথ্যা মামলা প্রত্যাহারের ও বাড়ি-জমি অবৈধ দাখল থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শিবচর উপজেলা শাখার আহ্বায়ক সুহাদা আক্তার।
রোববার (০৪ মে) বিকেলে শিবচর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার।
সংবাদ সম্মেলনে মহিলা দলের নেত্রী সুহাদা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিগত সরকারের আমলে অনেক মিথ্যা ও গায়েবী মামলার শিকার হয়েছি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ভেবেছিলাম স্বস্তিতে থাকব। ঠিক ওই সময়ে কয়েক ব্যক্তি বাদী হয়ে তার বিরুদ্ধে হয়রানি মূলক মামলা করেছেন।
তিনি বলেন, আমি ২০০১ সালে বিএনপির রাজনীতি সাথে যুক্ত হয়ে ২০০৩ সালে শিবচর পৌরসভার মহিলা কাউন্সিলর নির্বাচিত হই। এছাড়া মাদারীপুর জেলা মহিলা দলে সহ সভাপতি থাকা অবস্থায় ২০১৪ সালে শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে তুমুল প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়। নির্বাচনের দিন দুপুরে আমাকে মারধর করে নির্বাচন বর্জন করায়। এরপরই গুয়াতলা এলাকায় আমার বাড়ি দখল ও বিভিন্ন জমি দখল করে নিয়ে ফ্যাসিস্ট সরকারের সময় মোট ১৪ টা হয়রানি মূলক মামলার শিকার হয় বলে তিনি অভিযোগ কেরেন। এ পর্যন্ত ৮ টি মামলা নিষ্পত্তি হলেও এখনো ৬ টি মামলা চলমান রয়েছে।
এছাড়া তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের আমলে আমাকে জাহারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আজ এখনো তারাই বিএনপিতে যোগ দিয়ে আমার নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি মূলক চাঁদা বাজির মামলা করেন। অথচ আপনার আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেন যা সব মিথ্যা বানোয়াট। এ সময় প্রশাসনকে সঠিক তদন্তের মাধ্যমে তাকে অব্যাহতি দেয়ার জন্যও অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিবচর পৌরসভা মহিলা দলের আহ্বায়ক নুরুন নাহার বেগম, মহিলা দলের নেত্রী তাছলিমা আক্তার, সালমা আক্তারসহ উপজেলা ও পৌরসভার মহিলা দলের নেতাকর্মীরা ।