৬ হাজার সিএফটি বালু জব্দ
আদমদীঘিতে নাগর নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৭:০৩ | আপডেট: ০৫ মে ২০২৫, ১৭:১১

আদমদীঘি উপজেলার চাঁপাপুর এলাকায় নাগর নদীতে শ্যালোচালিত ড্রেজার মেশিন দিয়ে নদীর তলদেশের গভীরে খনন করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রির সময় ৬ হাজার সেফটি বালু জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা।
সোমবার ৫ মে দুপুরে আদমদীঘি ঊপজেলার চাঁপাপুর নাগর নদীর শ্বশ্মান ঘাটি এলাকায় এ বিপুল পরিমান বালু জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনকারীর পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলা এলাকা দিয়ে বয়ে যাওয়া কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকায় নাগর নদীতে এক শ্রেণীর দস্যুরা গোপনে নদীতে শ্যালোচালিত ড্রেজার মেশিন দিয়ে নদীর তলদেশের গভীরে খনন করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির করে আসছিল।
এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা ফোর্সসহ চাঁপাপুর শ্বশ্মান ঘাটি এলাকায় অভিযান চালান।
এসময় বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও তাদের উত্তোলন করা ৬ হাজার সিএফটি বালু জব্দ করেন । জব্দ করা বালু নিলামের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা হবে বলে ভ্রাম্যমান আদালত জানান।