পাংশা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশার মৃত্যু

প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৭:২৬

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রাজবাড়ী জেলার পাংশা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা আর নেই। তিনি সোমবার (৫মে) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাসুদ রানা বাদশা দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

মাসুদ রানা বাদশ পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি পত্রিকার পাশাপাশি অনলাইন ভিত্তিক টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ২৩ -তে রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পেশাগত জীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছেন। স্থানীয় সাংবাদিক সমাজে তিনি ছিলেন একজন শ্রদ্ধেয়, নির্ভর যোগ্য ও অভিজ্ঞ সহকর্মী।

তার মৃত্যুতে রাজবাড়ীর গণমাধ্যমকর্মী, সামাজিক  মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, সাংবাদিকতা অঙ্গনে মাসুদ রানা বাদশার অবদান রাজবাড়ীবাসী দীর্ঘদিন মনে রাখবে।

তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন সোমবার বিকাল ৩ টায় তার নিজ গ্রাম পাটিকাবাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাটিকাবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।  মাসুদ রানার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রাজবাড়ীর সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।