কৃষি জমির টপসয়েল কাটায় অর্থদণ্ড

প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৭:৪৪

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার দায়ে ভেকু মালিকদের ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 


রোববার(৪ মে) সন্ধায় উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল। অন্য দিকে ছয়গাঁও ইউনিয়ন পাপড়াইল গ্রামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোজাহেরুল হক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আলোকে পাপড়াইল গ্রামের ভেকু ব্যাবসায়ী বাদল লস্করকে ৫০ হাজার ও কার্তিকপুর গ্রামের ভেকু ব্যবসায়ী রহিম ও দীন ইসলামকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ওই তিনটি ভেকু মেশিনটি জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্বে রাখা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল বলেন, ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোন সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার এবং ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে দুটি এলাকায় মোট ১ লাখ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।