হাসনাতের উপর হামলার প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ

প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৮:০৩

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে গাড়িতে হামলা করে আহত করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

সোমবার (৫ মে) বিকালে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি’র উদ্যোগে উপজেলা পরিষষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রেলওয়ে ষ্টেশনের সামনে প্রতিবাদ সভা করে শেষ হয়। মিছিলে অর্ধশত ছাত্র প্রতিনিধি অংশ নেয়।   

এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসিফ নেওয়াজ, রুবায়েদ খান তৌহিদুজ্জামান নিশাত, শেখ পিয়াস ও এনসিপি’র প্রতিনিধি জামসেদ ভূইয়া প্রমুখ।

বক্তারা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদেরকে হামলা করছে। কিন্তু প্রশাসন কিছু করছে না। হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান বক্তারা।