তিয়ানশি'র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৮:১৮ | আপডেট: ০৫ মে ২০২৫, ১৮:২৩

“যায়যায়দিন”- অনলাইন পোর্টালে ব্রাহ্মণবাড়িয়ায় ‘তিয়ানশি’র প্রতারণায় সর্বশান্ত গ্রাহক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের সঙ্গে দ্বিমত, প্রতিবাদ ও ঘটনার ব্যাখা দিয়েছে তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড।
প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়ে তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ গভীর উদ্বেগ ও নিন্দার জানায়।
“যায়যায়দিন” পত্রিকার অনলাইন সংস্করণে “ব্রাহ্মণবাড়িয়ায় তিয়ানশি’র প্রতারণায় সর্বশান্ত গ্রাহক” শীর্ষক বিভ্রান্তিকর,ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনসমূহে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যেসকল মিথ্যা, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করা হয়েছে, আমরা তা দৃঢ়ভাবে অস্বীকার করছি এবং এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক তথ্য সরবরাহ করতে চাচ্ছি।
প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলোর বিষয়ে আমাদের বক্তব্য:
১. চাকরির প্রলোভন, স্বর্ণালংকার ও অর্থ বিনিয়োগ সংক্রান্ত অভিযোগ: তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডে কখনোই কোনো ব্যক্তির নিকট থেকে নগদ অর্থ বা স্বর্ণালংকার ‘বিনিয়োগ’ হিসেবে গ্রহণ করে না। আমাদের ব্যবসায়িক মডেল একটি বৈধ ও স্বীকৃত ডাইরেক্ট সেলিং পদ্ধতির ওপর ভিত্তি করে, যেখানে শুধুমাত্র পণ্য বিক্রয়ের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। প্রতিটি লেনদেনের বিপরীতে বৈধ চালান প্রদান করা হয়। তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড কখনও কোনো গ্রাহক বা ডিস্ট্রিবিউটরকে জোরপূর্বক কোনো অর্থ, স্বর্ণালংকার কিংবা বিনিয়োগে প্রলুব্ধসহ বাংলাদেশের আইনের পরিপন্থী কোনপ্রকার কার্যক্রমে উৎসাহিত বা প্ররোচিত করে না। তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড একজন স্বনির্ভর উদ্যোক্তা তৈরিতে বিশ্বাসী, প্রতারণায় নয়। কারো কাছ থেকে যদি প্রতারণার মাধ্যমে কিছু নেওয়া হয়ে থাকে, তবে তা ব্যক্তি পর্যায়ের অপরাধ এবং প্রতিষ্ঠানের নীতিমালার সম্পূর্ণ বহির্ভূত। আমরা এমন কাজের তীব্র নিন্দা জানাই।
২. প্রশিক্ষণ ও ব্যবসা প্রসারের বিষয়: আমাদের প্রতিষ্ঠানে যেকোনো প্রশিক্ষণ সম্পূর্ণ স্বেচ্ছাধীন এবং পণ্য সম্পর্কে জ্ঞান ও সঠিক বিক্রয় কৌশল শেখানোর জন্যই তা আয়োজন করা হয়। প্রতিবেদনে উল্লিখিত “ব্রেনওয়াশ” শব্দটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অপমানজনক।
৩. হয়রানি সংক্রান্ত অভিযোগ: আমাদের কোম্পানি সবসময় একটি পেশাদার ও সম্মানজনক পরিবেশ বজায় রাখে। ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগ ও নারী শিক্ষার্থীদের হয়রানির যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের প্রতিষ্ঠানে কোনো রকম হয়রানির অভিযোগে শূন্য সহনশীলতা নীতিমালা বহাল রয়েছে। কেউ যদি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যক্তি পর্যায়ে এমন কোনো অপরাধ করে থাকে, তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত।
৪. বিচারিক সমাধান ও আলোচনা: প্রতিবেদনে উল্লেখ করা হয়নি যে, ১৯ ফেব্রুয়ারি ২০২৪-এ আদালতের আইনজীবী সমিতির ভবনে একটি মধ্যস্থতা সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অভিযোগকারীরা কোনো প্রমাণ দিতে পারেননি বা পরবর্তী সময়েও আর অংশগ্রহণ করেননি। এটি স্পষ্টভাবে অভিযোগগুলোর দুর্বলতা ও অসত্যতা প্রমাণ করে।
৫. পণ্যের উচ্চ মূল্যঃ টিয়েন্স উৎপাদিত আমাদের বিভিন্ন পণ্যসমূহ যেমন: স্বাস্থ্য- খাদ্য, স্বাস্থ্য-সেবা পণ্য, স্কিনকেয়ার সামগ্রী ও গৃহাস্থালি পণ্য বিশ্বব্যাপী ৪০ মিলিয়ন ভোক্তাদের উন্নত ও মানসম্মত জীবনে নিশ্চয়তা দিয়েছে ও তাদেরকে স্বাস্থ্যসম্মত, সুখী, সুন্দর ও সমৃদ্ধ জীবনযাপনের নিশ্চয়তা প্রদানে সহযোগিতা করছে। তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এর পন্য সমূহ অধিক গুণগতমান সম্পন্ন তবে কোনোভাবেই ওষুধ নয় বরং স্বাস্থ্য সহায়ক পন্য হিসেবে স্বীকৃত, এবং যথাযথ নিয়মে ভ্যাট, ট্যাক্স ও আমদানি শুল্ক পরিশোধ সাপেক্ষে বাংলাদেশে আনা হয়।
এই নীতিমালাগুলো প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.tiens.com.bd/rules-of-distributor) সর্বসাধারণের জন্য উন্মুক্ত। টিয়েন্স গ্রুপ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আইনি কাঠামোর মধ্যে পরিচালিত বহুজাতিক প্রতিষ্ঠান, যা বিশ্বের ১৯০টিরও বেশি দেশে পরিচালিত একটি স্বাস্থ্য, ওয়েলনেস এবং উদ্যোক্তা উন্নয়নভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান। বাংলাদেশে “তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড” সরকার নিবন্ধিত ও আইনানুগ প্রক্রিয়ায় ২০০৫ সাল থেকে বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা বাংলাদেশে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল উদ্যোক্তা গঠনের লক্ষ্যে কাজ করছি। স্বচ্ছতা, নৈতিকতা ও গ্রাহকসেবার মানই আমাদের মূল চালিকাশক্তি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদকের বক্তব্য, এই সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন ও অভিযোগের বিবরণ তুলে ধরা হয়েছে।