ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে সিলেটে শুভেচ্ছা মিছিল

প্রকাশ | ০৫ মে ২০২৫, ২০:২১

সিলেট অফিস
ছবি: যায়যায়দিন

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও  জিয়া পরিবারের পুত্রবধূ  ডাঃ জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে দক্ষিণ সুরমায় শুভেচ্ছা মিছিল। 


আজ সোমবার (৫ মে) বিকেলে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত স্বাগত মিছিলটি রেলগেইট থেকে শুরু হয়ে পুলেরমুখ মৌবন মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক,  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি,  সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।  সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েল। 

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক,  মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল,  জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন,  

জেলা বিএনপির সহ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল,  সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী,  আহসান মাহবুব,  তোফায়েল চৌধুরী উজ্জ্বল,  জাহাঙ্গীর মিয়া,  জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রজব আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রিপন চৌধুরী প্রমুখ।