জগন্নাথপুরে পুলিশের অভিযানে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ | ০৫ মে ২০২৫, ২০:৩০

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলায় আওয়ামী লীগের দুই নেতা সহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার (৪ মে) দিবাগত রাতে থানার ওসি (তদন্ত) মো. জয়নাল হোসেনের নেতৃত্বে এসআই শাহ আলম, এসআই হাদী আব্দুল্লাহর সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনায় করে জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামের মৃত মোছদ্দর মিয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজী মো. আব্দুল জব্বার (৫৫), উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের মৃত তোফাজ্জল আলীর ছেলে পাটলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক মামলায় রুহেল আহমেদ (৪৫), উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (নতুন পুঞ্জি) গ্রামের মৃত সমছুদ্দিনের ছেলে নিয়মিত মামলার এজাহারনামী আসামী মো. সায়েক মিয়াকে (৩৫) গ্রেফতার করে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ও নিয়মিত মামলার আরেক জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার (৫ মে) পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।