নাচোলে ২৯ বছর পর উচ্ছেদ অভিযান কার্যকর
প্রকাশ | ০৫ মে ২০২৫, ২০:৩২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৯ বছর পর মামলার রায় পেয়ে উচ্ছেদ অভিযান কার্যকর করেছে নাচোল থানা পুলিশ। এসময় সহযোগিতা করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের কমিশন এ্যাডভোকেট প্যানেল ও জেলা জজ আদালতের কর্মচারীবৃন্দ।
রোববার (৪ মে) ওই জমিতে অবৈধ বসবাসকারীদের স্থাপনা উচ্ছেদের মধ্যদিয়ে আদালতের রায় কার্যকর করা হয়। মূল মামলার বাদী মৃত ফুলমোহাম্মদ আনসারী। তিনি ৪২/১৯৯৭অঃ প্রঃ মোকদ্দমা দায়ের করেন। তিনি তার নামীয় নাচোল মৌজার হাল ৯৬৮ ও ৯৬৬ দাগে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন লোককে বসবাস করতে দেন।
এই সুযোগে তারা জাল কাগজপত্র তৈরী করে ওই সম্পত্তি দখল করে ও মিথ্যা মামলা দিয়ে মূল মালিককে হয়রানী করতে থাকে। জমির মালিকের মৃত্যান্তে তার ছেলে হাফিজুর রহমান ও আফাজ উদ্দীন দিং সর্বশেষ মহামান্য সুপ্রীম কোর্টের আপিলেট ডিভিশনের মাননীয় বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান গত ০৩/০৩/২০২৪ ইং তারিখে বাদীপক্ষের অনুকূলে রায় প্রদান করেন।
সেই সাথে বিবাদী আদরী বালা ওরফে আদরী খাতুন দিং এর অবৈধ স্থাপনা (ঘর-বাড়ি) উচ্ছেদ ও ৫টি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের এ্যাডভোকেট কমিশন ও আদালতের কর্মচারীদের সমন্বয়ে নাচোল থানাপুলিশের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন এবং কার্যকারী করা হয়।