উখিয়ায় এনজিও অফিসের সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ

প্রকাশ | ০৬ মে ২০২৫, ১৫:৩৫

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রতীকি ছবি

কক্সবাজারেয় উখিয়ায় একটি আন্তর্জাতিক এনজিও অফিসের সামনে  এক অজ্ঞাত  ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (৬ মে) সকাল ১১ টার দিকে উপজেলার রাজা পালং ইউনিয়নের  ঘিলাতলী এলাকায় অবস্থিত এমএসএফ  নামক আইএনজিও অফিসের সামনে রাস্তার পাশ হতে মর দেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী উদ্ধৃতি দিয়ে উখিয়া থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক  চম্পক দাশ জানান, অজ্ঞাত নাম লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্ত জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইন চার্জ মোঃ আরিফ হোসেন জানান, অজ্ঞাতনামা লাশের পরিচয় এখনো জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।