আত্রাইয়ে ৯ পিচ এ্যামপুলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ | ০৬ মে ২০২৫, ১৬:৫৯

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

 নওগাঁর আত্রাই উপজেলায় ৯ পিচ এ্যামপুলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

যানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর উপজেলার সাহেব গঞ্জের মৃত : আব্দুর রহমানের ছেলে শাহিন (৩১)। মঙ্গলবার (৬ মে) সকাল আনুমানিক ৮টায় উপজেলার বান্দাইখাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আত্রাই থানা পুলিশের এসআই সাহাজুল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, "মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা মোঃ শাহিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার কাছ থেকে ৯ পিচ এ্যামপুল জব্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়রা মাদকবিরোধী এই অভিযানের প্রশংসা করে পুলিশের সাফল্য কামনা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের অবৈধ কারবার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।