পরীক্ষায় নকল: ৮ শিক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

প্রকাশ | ০৬ মে ২০২৫, ১৭:২৮ | আপডেট: ০৬ মে ২০২৫, ১৮:১৩

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে । মঙ্গলবার (৬ মে) একটি  পরীক্ষা কেন্দ্রে  (ভোকেশনাল) ট্রেড-২ (২য় পত্র ) বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে তাদের বহিষ্কার করা হয়েছে ও ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

মোবাইল ফোন ব্যবহার করায় জে এম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২ এবং ইসলামিয়া সরকারি হাই স্কুল কেন্দ্রে মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  মোবাইল ফোন ব্যবহার ও বোর্ড নীতিমালা লঙ্ঘন করে নিজের মেয়ে পরীক্ষাথী হওয়ার পরও পরীক্ষায় দায়িত্ব পালন করায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে যায়যায়দিনকে  জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখারুল ইসলাম ।