বুড়িচংয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণ

প্রকাশ | ০৬ মে ২০২৫, ২০:০৫

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার বুড়িচং উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে সোমবার বিকালে যোগদান করেছেন মো. তানভীর হোসেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বাসিন্দা। 

 ৩৬ তম ব্যাচে তিনি চাকুরিতে যোগদান করেন। সফলতার সহিত তিনি দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেছেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা থেকে সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
মঙ্গলবার (৬ মে) বিকেলে তিনি বুড়িচং উপজেলার আগের নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন।


 তিনি বলেন,  উপজেলার সকলের নিকট তার দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতা চান। বুড়িচং উপজেলা বাসীর সহযোগিতায় সকল ধরনের অপরাধ, মাদকসহ বিভিন্ন অপরাধ মুক্ত হিসেবে গড়ে তোলার আহবান জানান। উপজেলার দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতাও চান তিনি।