ভূঞাপুর প্রেসক্লাবে নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

প্রকাশ | ০৬ মে ২০২৫, ২০:৫৫

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার (৬ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, শাহ আলম প্রামাণিক,  অধ্যাপক আখতার হোসেন খান, আব্দুল আলীম আকন্দ, আব্দুল লতিফ তালুকদার। 

উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদিক আতোয়ার রহমান তালুকদার, শফিকুল ইসলাম শাহিন, আল আমিন শোভন, আব্দুল লতিফ তালুকদার, মোহাইমিনুল ইসলাম হৃদয়, আব্দুর রহিম মিয়া, জুলিয়া পারভেজ, আব্দুর রশিদ শেখ,  রফিকুল ইসলাম রবি, আসাদুল খান, শফিউর রহমান, কোরবান আলী তালুকদার, হাসান মাহমুদ   আরিফুজ্জামান তপু প্রমুখ।