নড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১
প্রকাশ | ০৬ মে ২০২৫, ২১:৪৬

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার চামটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা জিন্নাতুন নেছা (৬০) নিজ বাড়ির সামনে হামলার শিকার হন বলে অভিযোগ করেন তার ছেলে রফিক কোতোয়াল।
রফিক কোতোয়াল জানান, দীর্ঘদিন ধরে তাদের কেনা জমি দখলের চেষ্টা করে আসছেন প্রতিবেশী আঃ হাই সরদার, রফিক সরদার ও পপি বেগম। ঘটনার দিন সকালে তার মা জিন্নাতুন নেছা বাড়ি থেকে বের হলে অভিযুক্তরা তাকে মারধর করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান। হামলায় জিন্নাতুন নেছা গুরুতর আহত হন এবং তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তিনি নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে, অভিযুক্ত আঃ হাই সরদার বলেন, “আমাদের এজমালি জমিতে জিন্নাতুন নেছা বাঁশ দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেন। বিষয়টি জানতে গেলে তিনি নিজ হাতে থাকা বাঁশ দিয়ে আমাকে মারতে যান এবং সে সময় পড়ে গিয়ে নিজেই আহত হন। আমি তাকে আঘাত করিনি।”
রফিক সরদার বলেন, আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না। পরে জানতে পারি, পথ বন্ধ করা নিয়ে আমার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে জিন্নাতুন নেছা বাঁশ দিয়ে আঘাত করতে গিয়ে পড়ে গিয়ে কপালে আঘাত পান।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।