ঘুড়ি উড়ানো হলো কাল
বুড়িচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্রের মৃত্যু
প্রকাশ | ০৭ মে ২০২৫, ১১:৫৯

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইয়ামিন (১১) নামে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৬ মে মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর মধ্যপাড়া এলাকার সৌদি প্রবাসী মানিক মিয়ার একমাত্র ছেলে ইয়ামিন গত সোমবার দুপুরে বাড়ির পাশে ঘুড়ি উড়াতে যায়। সেখানে কিছুক্ষণ পর তার ঘুড়িটি বৈদ্যুতিক তারের সাথে আটকিয়ে গেলে পাশের মরিয়মের বাড়ির ছাদে উঠে বাঁশ দিয়ে নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইয়ামিন আহত হয়।
পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত ইয়ামিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য জসিম উদ্দিন জানায়, ৬ মে মঙ্গলবার ইয়ামিনের লাশ জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইয়ামিন জগতপুর সালাফিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়- স্বজন ও মাদ্রাসার শিক্ষকদের মাঝে শোকের মাতম বইছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নিহত পরিবার ও মরিয়ম বাড়ির লোকজন ঘটনাটি মিমাংসার জন্য বৈঠক বসেছেন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানায়, ‘মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে’।