মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
প্রকাশ | ০৭ মে ২০২৫, ১৫:৫৭ | আপডেট: ০৭ মে ২০২৫, ১৬:২৪

সুনামগঞ্জের মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অনাস্থার প্রস্তাব ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
বুধবার ৭মে দুপুরে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রুপনগর বাজারে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী তালুকদার একটি লিখিত বক্তব্যে বলেন, 'আমি সর্বশেষ অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।
সম্প্রতি গত ৪মে আমার পরিষদের দুয়েকজন অর্থ ও ক্ষমতা লোভী সদস্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭ সদস্য স্বাক্ষরিত একটি অনাস্থার প্রস্তাব ও মহিষখলা বাজারে মানববন্ধন করেন। ইতোমধ্যেই আপনারা জেনেছেন যে, অনাস্থার প্রস্তাবে স্বাক্ষরকারী দুয়েকজন স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছন।
এমনকি ভুল বুঝিয়ে অনাস্থার প্রস্তাবে স্বাক্ষর নেয়া হয়েছে মর্মে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মুজিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন।
উনি ছাড়াও অনাস্থার প্রস্তাবে স্বাক্ষরকারী ৬ জনের দুই-তিন জন নিয়মিত তার সাথে যোগাযোগ রাখছেন। চক্রটির ভয়ে তারা প্রকাশ্যে মূখ খুলতে পারছেন না। মূলত আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে এই চক্রটি কাজ করে যাচ্ছে।
দাখিলকৃত অনাস্থার প্রস্তাবে তারা তার বিরুদ্ধে যেসব অভিযোগ উল্লেখ করেছেন তার একটিও সত্য নয়। অনাস্থার প্রস্তাবে একজন সংরক্ষিত ইউপি সদস্য পলাতক থাকার কথা এই চক্রটি উল্লেখ করেছেন।
অথচ ঐ ইউপি সদস্য নিয়মিত পারিষদিক কাজ করার পাশাপাশি ইউনিয়ন মাসিক সমন্বয় সভায় নিয়মিত যোগদান করছেন। তারা তার বিরুদ্ধে স্মৃতিসৌধ থেকে অর্থ আত্মসাৎ এর কথা উল্লেখ করেছেন। এ ব্যাপারে সবাইকে খোঁজ নিয়ে দেখতে বলেছেন। যদি তার কোন সংশ্লিষ্টতা থাকে তবে সকল দায় তিনি মাথা পেতে নিবেন।
তাছাড়া বিভিন্ন প্রকল্পে অনিয়মের কথা তারা অভিযোগে উল্লেখ করেছেন। অথচ এসব অধিকাংশ প্রকল্পের সভাপতি হিসেবে অভিযোগকারী ইউপি সদস্যগণই কাজ সম্পন্ন করেছেন।
তারা তার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে বিরুদ্ধাচারণ করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যাবলী তিনি স্বচ্ছতার সাথে নিয়মিত পালন করছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মুজিবুর রহমান,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.হেলাল উদ্দিন,সংরক্ষিত ইউপি সদস্য হোসনে আরা,পারুল আক্তার,রাশিদা খাতুনসহ এলাকার শতাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ৪ মে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদারের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ এনে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ৭ সদস্য স্বাক্ষরিত একটি অনাস্থার প্রস্থাব জমা দেন। একই দিন বিকেলে উপজেলার মহিষখলা বাজারে ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধনও করেন তারা।
তবে অনাস্থার আবেদন পত্রে স্বাক্ষর করা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মজিবুর রহমান চেয়ারম্যান অনাস্থার আবেদন পত্রে স্বাক্ষর করার বিষয়টি অস্বীকার করেছেন। এজন্যে তিনি ইউপি চেয়ারম্যানের অনাস্থার প্রস্তাবে স্বাক্ষর করেননি পক্ষে মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনও করেছেন।