আত্রাইয়ে ভুটভুটি উল্টে চালকের মৃত্যু

প্রকাশ | ০৭ মে ২০২৫, ১৬:৪৮

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি উল্টে চালক শাকিল (২১) মারা গেছেন।  তিনি শিমুল রাণীনগর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল বারির ছেলে।

 

জানা যায়, গতকাল মঙ্গলবার ভুটভুটি নিয়ে তিনি আত্রাই থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। এ সময় আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ভরতেঁতুলিয়া ব্রিজ নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।