ঘুমধুমে ১০ হাজার পিচ ইয়াবা উদ্বার করেছে বিজিবি 

প্রকাশ | ০৭ মে ২০২৫, ২১:৪৩

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু পয়েন্টে আলী হোসেনের খড়ের গাদা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্বার করেছে  ৩৪ বিজিবির টহল দল। 

বুধবার  ( ৭ মে )  কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে আসামী বিহীন এ সব বার্মিজ ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্র আরো জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করে আসছে বিজিবি । 
 
তারই ধারাবাহিকতায় ৩৪ বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম সীমান্ত এলাকার তুমব্রু মধ্যপাড়া পয়েন্ট  দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসার খবর  পেয়ে  অভিযানে নামে।  পরবর্তীতে, তথ্য-উপাত্ত বিশ্লেষন শেষে ৭ মে তুমব্রু বিওপি’র একটি বিশেষ অভিযানিক দল  মধ্যপাড়ায় কৌশলগত অবস্থান নেয়। পরে দুপুরে  কাপড়ের ব্যাগ মোড়ানো প্যাকেট স্থানীয় আলী হোসেনের এ খড়ের  গাদায় লুকিয়ে রাখে।

 বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারী কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে সুযোগে মধ্যপাড়ার তুমব্রু খাল পেরিয়ে  দ্রুত মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। অভিযানিক  দল বর্ণিত স্থান তল্লাশী করে মাদক কারবারী’র লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হয়। তবে মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম। তিনি এ প্রতিবেদককে বলেন অভিযান চলমান আছে-থাকবে। সীমান্তে তারা সম্ভব সক্রিয় রয়েছে।