সমলয় পদ্ধতিতে বেরো ধান কাটা উদ্বোধন 

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৩:৪৮

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ‘ব্লক প্রদর্শন’ স্থাপনের মাধ্যমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে হারভেস্টার মেশিনে ধান কাটার মধ্য দিয়ে শস্য কর্তনের উদ্বোধন করা হয়।  


পরবর্তীতে রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) কামরুন্নাহার তামান্না। 


বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা ফারহিন তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহাম্মেদ মুন্না,  উপসহকারি কর্মকর্তা আতিকুর রহমান সুমন, বিবি হাজেরা রিমি প্রমুখ।