চৌহালীতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চেক হস্তান্তর
প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৪:০৫

যমুনায় ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের (গ-ক্যাটাগরির) মধ্যে সরকারের দেওয়া আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান আহতদের হাতে এ চেক তুলে দেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ চৌহালী উপজেলার ০৯ জন আহত ব্যক্তি নবি মিয়া, আব্দুল্লাহ, ইসমাইল হোসেন, আব্দুর রাজ্জাক, মো: শাহাদৎ হোসেন, মো: শরিফুল ইসলাম, মো: ইমদাদুল হক,কাউছার হোসেন ও মো: মনিরুল ইসলামের পরিবারকে জনপ্রতি ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।
এদিকে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান আহতদের উদ্দেশে বলেন, সরকার ও উপজেলা প্রশাসন সুখে-দুঃখে সবসময় জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের পাশে আছি, থাকবো।
যাযাদি/আর