বদলগাছীতে ব্রীজের নিচ থেকে উদ্ধার ৮৪ প্যাকেট মাংস
প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৪:১৪

নওগাঁর বদলগাছীতে ব্রীজের নিচে থেকে ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, আজ সকালে উপজেলার বদলগাছী ভান্ডার পুর সড়কের আধাইপুর ইউপির,জিয়া সিমুলিয়া ব্রীজের নিচে স্থানীয়রা দেখতে পায়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে ৮৪টি পিপি প্যাকেট করা অবস্থায় মাংস উদ্ধার করে।
স্থানীয় লোকজন বলেন রহস্য জনক ভাবে মাংস গুলো দেখে এলাকায় আলোরণ সৃষ্টি হয়। বদলগাছী থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন সকালে খবর পেয়ে আমি ঘটনার স্থলে এসে পিপি প্যাকেট করা অবস্থায় মাংস উদ্ধার করি।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এগুলো গরুর মাংস হতে পারে। তবে আরো তদন্ত করলে এর সঠিক তথ্য বেরিয়ে আসবে।